What is the files Tool? বিভিন্ন প্রকার ফাইলের নাম - 2024 Latest


ফাইলের বিভিন্ন অংশ:

ফাইলের বিভিন্ন অংশ: Image



    What is the files Tool? ফাইল টুলস কী?


    What is Files Tool- ফাইল টুলস কী বা File Tool বলতে কি বুঝায়? বাংলায় চলিত ভাষায় একে 'উখা' বা 'রেতি' বলে। যে হ্যান্ড টুলস (Hand Tools) দ্বারা কোন জবের বা যন্ত্রাংশের অসমতল স্থানকে সমতল এবং ধাতুকে ক্ষয় করা হয়, তাহাকে ফাইল (Files tool) বলে। ইহার উভয় দিকে অনেকগুলি কাটিং পয়েন্ট বা দাঁত থাকে। চাপের ফলে এই দাঁতগুলি ধাতুর মধ্যে প্রবেশ করে এবং সামনের দিকে চলার সময় ধাতুকে ক্ষয় করে।


    ফাইলিং কী?

    ফাইলিং: কোন বস্তুর উপরিভাগকে ফাইল টুলস দ্বারা ক্ষয় করার প্রণালীকে ফাইলিং বলে। Fileing করার মাধ্যমে কার্য বস্তুর অমসৃণ তলকে মসৃণ করা যায় এবং নির্দিষ্ট আকার প্রদান করা যায়।


    Different parts of the files tool - ফাইলের বিভিন্ন অংশের নাম

    • Tang (ট্যাং)
    • Heel (হীল)
    • Edge (কিনারা)
    • Teeth (মুখ)
    • Point (পয়েন্ট)

    Type of Files tools - বিভিন্ন প্রকার ফাইলের নাম

    কাজ ভেদে বিভিন্ন  ফাইল রয়েছে। ভিন্ন ভিন্ন কাজের জন্য নির্দিষ্ট ধরনের ফাইল ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি ফাইলেরি একটি নির্দিষ্ট ব্যবহার রয়েছে। কাজের ধরন অনুযায়ী ফাইল নির্বাচন করে সে মোতাবেক কাজ করতে হয়। সুবিধার জন্য নিচে ভিন্ন ধরনের ফাইল এর নাম এবং ছবি দেয়া হল। 

    Files tool Types Name- ফাইলের প্রকার ভেদ: সাধারণত আকৃতি অনুযায়ী ফাইলকে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়, যথাঃ

    • Round File - (রাউন্ড ফাইল)
    • Knife file - (ছুরি ফাইল)
    • Double Cut File - (ডাবল কাট ফাইল)
    • Triangular File - (ত্রিভুজাকার ফাইল)
    • Square file - (বর্গাকার ফাইল)
    • Hand File - (হ্যান্ড ফাইল)
    • Flat file - (ফ্ল্যাট ফাইল)
    • Spiral cut File - (সর্পিল কাটা ফাইল)
    • Rough file - (রুক্ষ ফাইল)

    ফাইলের গ্রেড অনুযায়ী ফাইল কত প্রকার?

    ফাইলের পৃষ্ঠদেশের প্রতি সেন্টিমিটার বা প্রতি ইঞ্চি দৈর্ঘ্যে যে পরিমাণ দাঁত থাকে এর সংখ্যা দ্বারা ফাইলের গ্রেড নির্ণিত হয়। এই গ্রেড সাধারণত পাঁচ প্রকার হয় যা ক্রমানুসারে।

    • রাফ ফাইল
    • বাস্টার্ড ফাইল
    • সেকেন্ড কাট ফাইল
    • স্মুথ ফাইল
    • ডেড স্মুথ ফাইল

    কাট অনুযায়ী ফাইল কত প্রকার?

    যে খাঁজ বা গ্রুভের মাধ্যমে ফাইলের দাঁত তৈরি করা হয় তাকে ফাইলের কাট বলে। কাট প্রধানত দুই প্রকার হয়।
    1. সিঙ্গেল কাট 
    2. ডবল কাট।
    ফাইলের দৈর্ঘ্যের সাথে কোণ করে প্যারালাল দাঁত কাটিং এজের এক দিকে থাকলে সিঙ্গেল কাট এবং ক্রস করে দুইদিকে প্যারালাল দাঁত কাটা থাকলে ডাবল কাট বলে।

    প্রন্থ অনুযায়ী ফাইল কত প্রকার?

    প্রন্থ ভেদে ফাইলকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন:

    1. ব্লান্ট (Blunt) ফাইল
    2. ট্যাপার (Taper) ফাইল



    For More Information Please Visit Our Website -
    Machine Tools Operation | মেশিন টুলস অপারেশন

    হ্যান্ড টুল সম্পর্কে আমাদের আরো একটা বিস্তারিত পোষ্ট আছে আপনি চাইলে সেই পোষ্টটি দেখতে পারেন নিচের Link এ ক্লিক করে দেখেনিন।


    Click for another post - Hand Tools



    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ