What is Hand tools - হ্যান্ড টুলস কাকে বলে
যে সমস্ত টুলস বা যন্ত্র হাতে ধরে কাজ করা হয় তাকে হ্যান্ড টুলস বলে (Hand Tools)। অর্থাত যে টুলস গুলো দ্বারা হাতের সাহায্যে কাজ করা হয় তাহাকে হ্যান্ড টুলস বলে।
হ্যান্ড টুলস এর নাম?
কাজের ধরন অনুযায়ী অনেক রকমের Hand Tools রয়েছে। নিচে ৫টি হ্যান্ড টুলস এর নাম দেয়া হলো।
হাতুড়ি, প্লায়ার্স, ডাইস, রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, সেন্টার পাঞ্চ ইত্যাদি। নিচে কিছু গুরুত্বপূর্ণ Hand Tools এর প্রকারভেদ এবং নাম দেয়া হলো।
![]() |
| HAMMER (হ্যামার) image |
HAMMER (হাতুড়ি/ হ্যামার)
- BALL PEEN HAMMER (বল পিন হ্যামার)
- CLAW HAMMER (ক্ল-হ্যামার)
- SOFT HAMMER (সফট হ্যামার)
- CHIPPING HAMMER (চিপিং হ্যামার)
- SLEDGE HAMMER (স্লেজ বা ভারী হ্যামার)
- CROSS PEEN HAMMER (ক্রস পিন হ্যামার)
- STRAGHT PEEN HAMMER (স্ট্রেইট পিন হ্যামার)
![]() |
| FILE (ফাইল) image |
FILE tools: (ফাইল)
- FLAT FILE (ফ্লাট ফাইল)
- HALF ROUND FILE (হাফ রাউন্ড ফাইল)
- ROUND FILE (রাউন্ড ফাইল)
- SQUARE FILE (স্কোয়ার ফাইল)
- TRAINGULAR FILE (ট্রাংলোর ফাইল)
- KNILF FILE (নাইফ ফাইল)
- NEEDLE FILE SET (নিডেল ফাইল সেট)
![]() |
| PUNCH (পাঞ্চ) image |
PUNCH (পাঞ্চ) :
- CENTER PUNCH (সেন্টার পাঞ্চ)
- DOT PUNCH OR PRICK PUNCH (ডট অথবা প্রিক পাঞ্চ)
- PIN PUNCH (পিন পাঞ্চ) HOLLOW PUNCH (হলো পাঞ্চ)
- LETTER PUNCH (লেটার পাঞ্চ)
- NUMBER PUNCH (নাম্বার পাঞ্চ)
![]() |
| HACK SAW (হ্যাকস্) image |
HACK SAW (হ্যাকস্) :
![]() |
| WRENCH (রেঞ্জ) image |
WRENCH (রেঞ্জ)
- ADJUSTABLE WRENCH (এডজাস্টেবল রেঞ্চ)
- DOUBLE END WRENCHI (ডাবল এন্ড বেঞ্চ)
- OR (অথবা), DOUBLE ENDS SPANNER SET (ডাবল এন্ড স্পেনার সেট)
- PIPE WRENCH (পাইপ বেঞ্চ)
- DOUBLE END RING WRENCH (ডাবল এন্ড রিং রেঞ্চ)
- TORQUE WRENCH ( টর্ক রেঞ্চ)
- SOCKET OR BOX WRENCH (সকেট অথবা বক্স রেঞ্চ সেট)
- HOOK SPANNER (হুক স্পেনার)
- CHAIN WRENCHI (চেইন রেঞ্চ)
MEASURING TOOLS (মেজাং টুলস):
- STEEL RULE (স্টি রুল)
- STEEL TAP (স্টিল টেপ)
- TRY SQUARE (ট্রাই স্কয়ার)
- VERNIER CALLIPERS (ভার্নিয়ার ক্যালিপার্স )
- DIAL INDICATOR (ডায়াল ইন্ডিকেটর)
![]() |
| CALLIPERS (ক্যালিপার্স) image |
CALLIPERS (ক্যালিপার্স) :
- OUT SIDE CALLIPERS (আউট সাইড ক্যালিপার্স)
- IN SIDE CALLIPERS (ইন সাইড ক্যালিপার্স
MICROMETER (মাইক্রোমিটার) :
- OUT SIDE MICROMETER (আউট সাইড মাইক্রোমিটার)
- IN SIDE MICROMETER (ইন সাইড মাইক্রোমিটার)
VICE (ভাইস) :
- BENCH VICE ( বেঞ্চ ভাইস)
- MACHINE VICE (মেশিন ভাইস)
- PIPE VICE (পাইপ ভাইস)
- HAND VICE (হ্যান্ড ডাইস)
- PIN VICE (পিন ভাইস)
হ্যান্ড টুলস সনাক্তকরণ (Identification of Hand tools):
সকল হ্যান্ড টুলসগুলি কাজের ধরন বুঝে ব্যবহার করিতে হইবে। যখন যে কাজ হাতের কাছে উপস্থিত হয় তখন ঐ কাজের ধরন বা টাইপ বুঝে সঠিক যন্ত্রপাতি বা হ্যান্ড টুলস গুলি সঠিকভাবে দক্ষতার সহিত নির্ভুলভাবে ব্যবহার করিতে হইবে। তাছাড়া যন্ত্র শিল্প কারখানায় ধাতুর তৈরী বিভিন্ন ব্যবহার উপযোগী যন্ত্রাংশ তৈরী করার জন্য হাত দিয়ে আঘাত করা, আবদ্ধ করা, কর্তন করা, মেজারিং করা, সমতল করা, ফিনিশিং করা, মার্কিং করা, ওয়েল্ডিং করা, রিভেটিং করা, থ্রেড কাটিং করা, ডিলিং করা ইত্যাদি কার্য সম্পন্ন করিতে এই সমস্ত যন্ত্র বা হাতিয়ারগুলি কাজের ধরন বুঝে সঠিকভাবে ব্যবহার করিতে শিখিবে ও তাহা কর্মক্ষেত্রে যতার্থভাবে বাস্তবায়ন করিতে সর্বদা সচেষ্ট থাকিবে।
বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের ব্যবহার (Use of different hand tools):
হ্যামার বা হাতুড়ী যে কোন ধাতুকে আঘাতের মাধ্যমে কার্যপযোগী অবস্থায় আনাই হাতুড়ীর কাজ। ফাইলঃ যে কোন বস্তুকে মসৃন করার কাজে ফাইল ব্যবহার করা হয়। চিজেলঃ যে কোন বস্ত্র খন্ডায়িত করার কাজে চিজেল ব্যবহার করা হয়। পাঞ্চঃ যে কোন বস্তুর উপর মার্কিং বা চিহ্নিত করার কাজে পাঞ্চ ব্যবহার করা হয়। হ্যাকস্ঃ যে কোন মেটালকে কাটা বা কর্তন করার জন্য হ্যাকস্ ব্যবহার করা হয় । রেঞ্চঃ কোন নাট ও বোল্টকে খোলা বা টাইট দেওয়ার জন্য রেঞ্চ ব্যবহার করা হয়। ক্যালিপার্সঃ কোন গোলাকার বছর বাহিরের এবং গোলাকার ফাপা বস্তুর ভিতরের মাপ নেওয়ার ক্ষেত্রে ক্যালিপার্স ব্যবহার করা হয় । মাইক্রোমিটারঃ যে কোন প্রকার সুক্ষ মাপ নেওয়ার জন্য মাইক্রোমিটার ব্যবহার করা হয় । ভাইসঃ যে কোন জিনিস শক্ত ভাবে ধারন করে কাজ করা জন্য ভাইস ব্যবহার করা হয় । ষ্টীল বুলঃ কোন বস্তুকে স্বাভাবিক ভাবে মাপার জন্য স্টীল রুল ব্যবহার করা হয় । স্টীল টেপঃ কোন বড় বস্তুর দৈর্ঘ্য গ্রন্থ এবং উচ্চতা মাপার ক্ষেত্রে ইহা ব্যবহার করা হয় । ট্রাই স্কোয়ারঃ কোন বস্তুর সমান্তরালতা পরীক্ষা এবং ৯০° কোন মাপার জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয় ।হ্যান্ড টুলস এর যত্ন এবং রক্ষনাবেক্ষন (Care and Maintenance of Hand Tools):
- হাতুড়ির হাতল ঢিলা হয়ে গেলে উহাকে মেরামত অথবা নতুন হাতল প্রতিস্থাপন করতে হবে।
- হাতুড়ি দিয়ে কাজ করার পর একে ভালভাবে পরিষ্কার করে যথাসস্থানে রাখতে হবে।
- দীর্ঘদিন অব্যবহার্য থাকার সম্ভাবনা থাকলে ধাতব অংশে তৈল মাখিয়া রাখা দরকার।
- কাজের পূর্বে স্ক্রু -ড্রাইভারের টিপ ভাল ভাবে পরীক্ষা করে নেয়া উচিত এবং ব্যবহারের পর পরিষ্কার করে তেল গ্রীজ দিয়ে রাখতে হবে।
- পাঞ্চ ব্যবহার করার পর ভালোভাবে পরিষ্কার করে তৈল বা গ্রীজ দিয়ে রাখতে হবে।
- পাঞ্চের মাথা ভোতা হয়ে গেলে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেয়ার পর পুনরায় ব্যবহার করা।
- নতুন ফাইল দিয়ে প্রথমে কোন শক্ত স্টীদের উপর ফাইলিং করা উচিত নয়।
- ব্যবহারের সময় বা ব্যবহারের পরে ফাইলের উপর যাতে কোন প্রকার তৈল বা গ্রীজ না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- হ্যাক'স দিয়ে কোন বস্তু কাটার সময় মাঝে মধ্যে পরিমাণমত পানি প্রয়োগ করতে হবে।
- হ্যাকস ফ্রেমে মরিচা রোধক পদার্থ দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখা উচিত।
- 'স' এর দাঁতে বা বড়িতে যাতে মরিচা না ধরে সেজন্য কাজের পর তৈল বা গ্রীজ দিয়ে রাখা উচিত এবং ব্যবহারের সময় এগুলো মুছে নিতে হয় ।
- ড্রিল মেশিনের গার্ডগুলো সঠিক অবস্থানে থাকতে হবে।
- ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় কার্য বস্তুকে ভাইসে শক্তভাবে আবদ্ধ করতে হবে।
- গ্রাইন্ডিং মেশিনের হুইল মাঝে মধ্যে ডেসিং করা উচিত।
- গ্রাইন্ডিং মেশিনের আবর্তিত স্থানে গ্রীজ দেয়া উচিত।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ