ভার্নিয়ার ক্যালিপার্স এবং মাইক্রোমিটার
ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers) এবং মাইক্রোমিটার (Micrometer) দুটি প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং কাজে খুব গুরুত্বপূর্ণ পরিমাপক উপকরণ বা যন্ত্র। এই দুটি পরিমাপ যন্ত্রের সাহায্যে প্রকৌশলী প্রকল্পে, উদ্যোগে, এবং নির্মাণ কাজে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। আজকে আমরা Vernier Calipers and Micrometer সম্পর্কে বিস্তারিত জানবো।
ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers):
ভার্নিয়ার ক্যালিপার্স কে স্লাইড ক্যালিপার্সকে ও বলা হয়। ভার্নিয়ার ক্যালিপার্স একটি ক্ষুদ্র পরিমাপক যন্ত্র বা মাপ নেওয়ার পদ্ধতি। যার মাধ্যমে কোন দৈর্ঘাকে দশমিক বিন্দুর পরে কয়েকটি অংক পর্যন্ত মাপ নেয়া যেতে পারে তাহাকে ভার্নিয়ার ক্যালিপার্স বলে। ভার্নিয়ার ক্যালিপার্স ইঞ্চি এবং মিলিমিটার উভয় ছেলেই হইয়া থাকে। ফলে উহা দ্বারা ইঞ্জি ও মিলিমিটার উভয় মাপই এক সঙ্গে মাপা যায় । ইহার সাহায্যে কোন সমতল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা এবং গোলাকার বস্তুর ভিতরের ও বাহিরের ব্যাসের মাপ লওয়া যায়।
মাইক্রোমিটার (Micrometer):
মাইক্রোমিটার শব্দ দুইটি গ্রীক শব্দ হতে নেওয়া হইয়াছে। মাইক্রো শব্দটির অর্থ সুক্ষ্ম বা ছোট এবং মিটার অর্থ পরিমাপক সুতরাং মাইক্রোমিটার
শব্দটি দ্বারা সুক্ষ ও নিখুঁত মাপ নেয়ার এক প্রকার পরিমাপ যন্ত্রকে বুঝায়। ইহা ইঞ্চি এবং মিলিমিটার দুই ধরনের হইয়া থাকে ।
ভার্নিয়ার ক্যালিপার্স এর বিভিন্ন অংশ চিহ্নিতকরন (Indentify different parts of Vernier Calipers):
![]() |
| ভার্নিয়ার ক্যালিপার্স এর চিত্র |
মাইক্রোমিটারের বিভিন্ন অংশের নাম এবং বর্ননা (Indentify different parts of Micrometer):
![]() |
| মাইক্রোমিটার এর চিত্র |
ভার্নিয়ার ক্যলিপার্সের মাপের ধরণ:
ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে তিন ধরনের মাপ নেওয়া যায়। যথা:-
- বস্তুর বাহিরের মাপ
- বস্তুর ভিতরের মাপ
- বস্তুর গভীরতা
ভার্নিয়ার ধ্রুবক বাহির করার নিয়ম (Method to find out vernier constant):
ভার্নিয়ার ধ্রুব বা কনস্ট্যান্ট সাধারনত প্রত্যেক ভার্নিয়ার ক্যালিপার্সের উপর লিখিত থাকে। নিম্নলিখিত সূত্র অনুযায়ী জার্নিয়ার ধ্রুব নির্ণয় করা যায়। ভার্নিয়ার ধ্রুব = প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটি বিভাগের মাপ/ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা।
উদাহরণ:-
ক) ভার্নিয়ার ধ্রুব = প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটি বিভাগের মাপ/ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা।
= (১÷১৬)÷(৮÷১)
= (১÷১৬)÷(১÷৮)
= (১÷১২৮)
খ) মিলিমিটারে ভার্নিয়ার ধ্রুব = প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটি বিভাগের মাপ / ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা।
= ১/২০ = ০.০৫ মিঃ মিঃ
লিস্ট কাউন্ট (least count): কোন পরিমাপক যন্ত্রের সর্বনিম্ন ক্ষুদ্রতম পরিমাপকে লিস্ট কাউন্ট বলা হয়।
ভার্নিয়ার ক্যালিপার্স এবং মাইক্রোমিটারের যত্ন এবং রক্ষনাবেক্ষন (Care and maintenance of Vernier Calipers and Micrometer):
ভার্নিয়ার ক্যালিপার্সের যত্ন এবং রক্ষনাবেক্ষন :
- ভার্নিয়ার ক্যালিপার্স একটি সংবেদনশীল সূক্ষ্ম পরিমাপ যন্ত্র। এই যন্ত্র মূল্যবান তাই ব্যবহার এর সময় এর সূক্ষ্মতা সংরক্ষনের প্রতি যত্নশীল হতে হবে।
- এই যন্ত্র সংকর ইস্পাতের তৈরি হলেও ব্যবহারের পর শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে তেল দিয়ে রাখতে হবে।
- এর 'জ' গুলো মুখের সূক্ষ্মতা বজায় রাখার জন্য অতি যত্নসহকারে মাপ গ্রহন করতে হবে যেন কোন আঘাতের কারনে 'জ' এর মুখ বাকা বা ভেঙ্গে না যায়।
- মাপ নেয়ার সময় 'জ' দুটিকে কার্যবস্তুর উপর বা ছিদ্রের মধ্যে জোড়পূর্বক প্রবেশ করানো উচিত নয়।
- কার্যবস্তু যদি ঘূর্ণায়মান বা চলমান অবস্থায় থাকে তবে ক্যালিপার্স ব্যবহার করা উচিত নয়। মেশিন বন্ধ করে স্থির অবস্থায় কার্যবস্তুর মাপ নিতে হবে।
মাইক্রোমিটারের যত্ন এবং রক্ষনাবেক্ষন :
- মাইক্রোমিটারের এনভিল ও স্পিডলে যেন ধূলা, ময়লা জমতে না পারে সে দিকে দৃষ্টি রাখতে হবে।
- ব্যবহারের পর নরম কাপড় দিয়ে পরিষ্কার করে পিচ্ছিল কারক ও মরিচারোধক তেল ব্যবহার করে নির্দিষ্ট স্থানে রাখতে হবে।
- মাইক্রোমিটারের জিরো এরর (Zero error) না হলে দক্ষ ও অভিজ্ঞ কারিগর দেখিয়ে সমন্বয় করে নিতে হবে।
- কোন চলন্ত বা ঘূর্ণায়মান বস্তুতে মাইক্রোমিটার ব্যবহার করা যাবে না ।
- থিম্বলকে ঘুরানোর জন্য র্যাচেট ব্যবহার করতে হবে।


0 মন্তব্যসমূহ