Lathe Machine - লেদ মেশিন কি? কত প্রকার ও কি কি? - new 2024


লেদ মেশিন, lathe machine
lathe machine image


লেদ মেশিন (lathe machine)

লেদ মেশিন হলো এক প্রকার মেশিন টুলস। যাহার সাহায্যে জবকে স্পিন্ডলে বাধিয়া ঘূর্ণন অবস্থায় কাটিং টুল দ্বারা কাটিং বেলুনাকার, মোচাকার এবং চ্যাপ্টা আকৃতির জব তৈয়ারী করা যায়।কাজের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকারের লেদ মেশিন ব্যবহার করা হয়। প্রতিটি লেদ মেশিনা এর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই আর্টিকেলে আমরা লেদ মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।



লেদ মেশিন অপারেশন

উদ্দেশ্য (Learning objectives):  What is a lathe machine? How many types and what? Detailed discussion


এই মডিউলটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা নিম্নলিখিত কাজগুলো করতে পারবে।

  1. লেদ মেশিনের শ্রেণীবিন্যাস এবং লেদ মেশিনের বিভিন্ন অংশের নাম বলতে পারবে।
  2. লেদ মেশিনের বিভিন্ন আনুষাঙ্গিক এবং সংশ্লিষ্ট অংশের নাম বলতে পারবে।
  3. ইউনিভার্সেল এবং ইনডিপেন্ডেট চাকে জব নিউট্রাল করতে পারবে
  4. কাটিং, স্পীড, ফীড এবং ডেফথ অব কাট সম্পর্কে বলতে পারবে।
  5. নির্দিষ্ট অপারেশনের জন্য নির্দিষ্ট টুল বিট নির্বাচন করতে পারবে।
  6. ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, ষ্টেপ টার্নিং এবং পার্টিং অপারেশন বলতে ও করতে পারবে।
  7. থ্রেডিং অপারেশন এর জন্য গীয়ার সেটিং করতে পারবে।
  8. নালিং এবং ড্রিলিং ও রিমিং অপারেশন করতে পারবে।

প্রশিক্ষকের জন্য পাঠ দান নির্দেশনা (Instructions for Instructor):
  1. লেদ মেশিনের শ্রেণীবিন্যাস এবং বিভিন্ন অংশের নাম অবহিত করাবেন।
  2. লেদ মেশিনের বিভিন্ন আনুষাঙ্গিক এবং সংশ্লিষ্ট অংশের নাম অবহিত করাবেন এবং কার্যপদ্ধতি দেখাবেন।
  3. কাটিং, স্পীড, ফীড, ডেফথ অব কাট সম্পর্কে অবহিত করাবেন এবং চাকে জব নিউট্রাল করে দেখাবেন।
  4. ফেসিং, টার্নিং এবং পার্টিং অপারেশন সম্পর্কে অবহিত করাবেন এবং সঠিক অপারেশনের জন্য সঠিক টুল বিট নির্বচন করা শিখাবেন।
  5. থ্রেডিং এর জন্য গীয়ার সেটিং সম্পর্কে অবহিত করাবেন ও কার্য পদ্ধতি নিজে করে দেখাবেন।
  6. নার্লিং, ড্রিলিং এবং রিমিং অপারেশন সম্পর্কে অবহিত করাবেন ও কার্যপদ্ধতি নিজে করে দেখাবেন।

লেদ মেশিনের স্পেসিফিকেশন বা লেদ সাইজ:

লেদ মেশিনের স্পেসিফিকেশন বলতে আমরা বুঝি:-
  • লেদ বেডের দৈর্ঘ্য (দৈর্ঘ্যে মাপ সাধারণত হেড স্টক সহ নিতে হয়)
  • সেন্টারের উচ্চতা (সেন্টারের উচ্চতা লেদ বেড থেকে চাকের সেন্টারের উচ্চতা)
  • লেদ চাকের ব্যাস
  • স্পিন্ডল এর বোর সাইজ
  • মোটরের ক্ষমতা ও ভোল্টেজ
  • বেডের ধরণ ইত্যাদি


Types of lathe machines - লেদ মেশিনের প্রকারভেদ:

  1. Bench Lathe
  2. Automatic lathe
  3. Speed lathe Machine
  4. Mini Lathe Machine
  5. Toolroom Lathe Machine
  6. Vertical Lathe
  7. Turret lathe
  8. Special Purpose Lathe
  9. Heavy Duty CNC Lathe Machine

বেঞ্চ লেদ (Bench Lathe Machine)

এই গুলি ছোট আকারে সুক্ষ্ম সেন্টারলেদ। বড় লেদের ন্যায় ইহাদের সকল অংশই আছে। বেঞ্চ লেদ ওয়ার্ক বেঞ্চ বা মেটাল কেবিনেটের উপর দৃঢ়ভাবে স্থাপন করা থাকে। ক্ষুদ্র এবং সুক্ষ্ম যন্ত্রাংশ তৈরী করিতে, সাধারণ কাজে ব্যবহৃত ছোট খাট জিনিস তৈরী করিতে এবং প্রশিক্ষণের কাজে বেঞ্চ লেদ ব্যবহৃত হয়।



টুলরুম লেদ (Toolroom Lathe Machine)

এই গুলি সুক্ষ ভাবে তৈরী আধুনিক সেন্টার লেদ। টুলব্রুম লেদ যাবতীয় উপকরণ এবং এ্যাটাচমেন্ট দ্বার! সুসজ্জিত। ইহারা বেঞ্চ এবং ফ্লোর টাইপ হইয়া থাকে। প্রশিক্ষণের কাজে এবং সুক্ষ যন্ত্রপাতি ও গেজ এবং খুচরা যন্ত্রাংশ তৈরাতে লেদ ব্যবহৃত হয়।



স্ট্যান্ডার্ড লেদ (Standard Lathe Machine)

ইহা বড় আকারের, ভারী এবং অধিক শক্তি সম্পন্ন সেন্টা লেদ। এই লেদের দৈর্ঘ্য ৫-২০ ফুট বা ততোধিক হইয়া থাকে। ষ্ট্যান্ডার্ড লেদ সাধারণ মেশিনিং এর কজে এবং লট প্রডাকশনের কাজে ব্যবহৃত হয়।



ম্যানুফ্যাকচারিং লেদ (Manufacturing Lathe Machine)

এই সেন্টার লেদগুলি বিভিন্ন আকারের হইয়া থাকে এবং ইহাতে বিভিন্ন ধরনের এ্যাটাচমেন্ট ব্যবহৃত হয়। বেশী পরিমান কাজ করিতে বা প্রডাকশনের কাজে এই লেদ ব্যবহৃত হয়। ইহা ছাড়াও ভার্টিক্যাল লেদ, কপিং লেদ, ট্যারেট লেদ ইত্যাদি।



লেদ মেশিনের অংশ সমূহের বর্ণনাঃ

লেদ বেড

বেড হইল লেদের ফাউন্ডেশন যাহার উপর অন্যান্য অংশ সংযোজিত থাকে। বেডের দৃঢ়তা সুক্ষ্মতা এবং অ্যালাইনমেন্টের উপর লেদের সুক্ষ্মতা নির্ভর করে। হেভীকাট এবং মোটা ফীডের চাপ সহ করিতে ক্রস রীব সহ ইহাকে শক্ত করিয়া ঢালাই করা হয়। বেডের উপরিতলকে ওয়ে বলে। লেদ ওয়ে সুক্ষ্মভাবে মেশিনিং করা হয় এবং ইহা হেডষ্টক, টেইলস্টক, ক্যারেজকে সঠিক অ্যালাইমেন্ট দিয়া থাকে।


হেড স্টক

লেদ বড়ির বাম প্রান্তে হেডস্টক অবস্থিত। ইহ মধ্য ওয়ের উপর দৃঢ়ভাবে বাঁধা থাকে। ঈহা ইন্ডোল কে ধারণ করিয়া থাকে এবং স্পিন্ডলকে ঘুরাইবার জন্য গিয়ার মেকানিজমকে আশ্রয় দেয়। স্পিন্ডলের ছিদ্রের প্রান্ত ট্যাপার যাহা লাইভ সেন্টার এবং অন্যান্য ওয়ার্কহোল্ডিং ডিভাইস ধান করে। সাধারণতঃ লেদ স্পিন্ডেল চাক ধারণ করে কিন্তু মাঝে মাঝে ইহা ফেসপ্লেট এবং ড্রইভ প্লেট ও ধারণ করিয়া থাকে।


টেইলস্টক:

টেই স্টকের দুইটি প্রধান অংশ টপ ও বটম। লেদ ওয়েতে ফিট হইবার জন্য বটম অংশের তলা সুক্ষ্মভাবে মেশিনিং করা। ওয়েবের উপর প্রয়োজনীয় বিভিন্ন স্থানে টেইল স্টকের ক্ল্যাম্পিং করা যায়। টেইল স্টকের স্পিন্ডলের ছিদ্রের প্রাপ্ত ট্যাপার, যাহাতে ওয়ার্কপিস সাপোর্ট দেওয়ার জন্যে ডেড সেন্টার সেট করা হয়। স্পিডলের ছিদ্রে ড্রিল, শ্রীভ, ড্রিল চাক এবং রীমার ধারন করিয়া থাকে।


ক্যারেজ:

ক্যারেজ কাটিং টুল বহন করে এবং ওয়ের সহিত সমান্তরাল অথবা সমকোণে উভয় দিকেই সুক্ষ্মভাবে ইহার গতি নিয়ন্ত্রন করে।



ক্যারেজের তিনটি প্রধান অংশের বর্ণনা বর্ণিত হইল:

স্যাডেল:

স্যাডেল ওয়ের উপর অবস্থান এবং স্লাইড করে এবং কাটিং টুলকে ওয়ের সহিত সমকোণে চলাচল করিতে ক্রসফীড মেকানিজম ধারন করে।


কম্পাউন্ডরেষ্ট:

কম্পাউন্ডরেষ্ট ক্রস স্লাইডের উপর বাঁধা থাকে। ইহার নিচের অংশ ডিগ্রীতে দাগাঙ্কিত। অন্যান্য অংশ হুইল কম্পাউন্ড স্লাইড, কম্পাউন্ড স্লাইড ক্রু এবং কম্পাউন্ড স্লাইড হ্যান্ডেল। কম্পাউন্ড রেঈকে ৩৬০ ডিগ্রী পর্যন্ত পুরান যায়। সীমিত দৈর্ঘ্যের করিবার জন্য কম্পাউন্ড রেষ্ট ব্যবহৃত হয়। উপর ট্যাপার টার্নিং এবং ট্যাপার বোরিং অ্যাপ্রোণ: অ্যাপ্রোনের মধ্যে একটি গিয়ার ট্রেন এবং ক্লাচ থাকে, যাহা ক্যারেজ এবং ক্রস স্লাইডকে অটোমেটিক পাওয়ার ফীড নিয়ন্ত্রন করিতে ব্যবহৃত হয়। বাহির হইতে একটি লিভার দ্বারা অ্যাপ্রনের মধ্যে অবস্থিত হাফ নাটকে কাজে লাগান হয়। ভ্রু কাটিবার জন্য ফীড ক্রুকে নিযুক্ত এবং বিযুক্ত করিতে ইহা ব্যবহৃত হয়।


কুইক চেঞ্জগিয়ার বক্স:

সামনের দিকে হেডস্টকের ঠিক নিচে কুইক চেন্ড গিয়ার বক্স অবস্থিত। কুইক চেঞ্জ গিয়ার বক্সের গায়ে সংযুক্ত ফীড এবং থ্রেড পিচের জন্য গিয়ার গুলিকে দ্রুত নড়ান এবং অবস্থান করানো হয়। লিভারের সাহায্যে গিয়ার গুলির এই নড়াচড়া ও অবস্থান করান নিয়ন্ত্রণ করা হয়।


লেদ মেশিনের বিভিন্ন অংশের নাম:

  • হেড স্টক
  • টেইল স্টক
  • ক্যারেজ
  • লেদ বেড
  • লীড স্ক্রু এবং ফিড রড মেকানিজম
  • লেদ চাক
  • ক্রস স্লাইড
  • ক্রস স্লাইড হ্যান্ডেল
  • ক্রস স্লাইড কন্ট্রোল লিভার (অটো)
  • স্যাডেল
  • কম্পাউন্ড স্লাইড
  • কম্পাউন্ড স্লাইড হ্যান্ডেল
  • টুল পোষ্ট
  • টেইল স্টক স্পান্ডল
  • টেইল স্টক হ্যান্ডেল
  • এ্যাপ্রোন
  • ফিড চেঞ্জ লিভার
  • র‍্যাক গিয়ার
  • হাফ নাট
  • হাফ নাট লিভার
  • ক্যারেজ কন্ট্রোল লিভার (অটো)

লেদ মেশিনের আনুসাঙ্গিক যন্ত্রপাতি (Accessories) গুলির নাম:

  • টুল হোল্ডার
  • লেদ ডগ
  • ম্যান ড্রিল (Mandrill)
  • লাইফ সেন্টার
  • ডেড সেন্টার
  • লেদ চাক

ক) থ্রী 'জ' চাক
খ) ফোর 'জ' জাক
গ) ইলেকট্রো ম্যাগনেটিক চাক
ঘ) কলেট চাক
  • চাক কী
  • ফেইস প্লেট
  • স্টিডি রেস্ট
  • ফলোয়ার রেস্ট
  • বক্স রেঞ্চ
  • ডাইভিং প্লেট


লেদ মেশিনের সংশ্লিষ্ট যন্ত্রপাতি (Attachmenet) গুলির নাম:

  • মিলিং এ্যাটাচমেন্ট
  • গিয়ার কাটিং এ্যাটাচমেন্ট
  • ট্যাপার টার্নিং এ্যাটাচমেন্ট
  • গ্রাইন্ডিং এ্যাটাচমেন্ট


স্কীড (Feed):

লেদ ওয়ার্ক ফীড হচ্ছে ঐ দুরত্বে যা কার্টিং টুল জবের এক চক্র (৩৬০০) ঘূর্ণন কালে পার্শ্বে সরে যেমন: একটি শ্যাফটের (জবের) টার্নিং অপারেশনের জন্য যদি ফীড দেওয়া হয় ১/৩২ ইঞ্চি তবে ক্যারেজসহ টুল ১ ইঞ্চি দূরত্ব অতিক্রম করতে শ্যাফট ৩২ বার ঘুরবে। অর্থ্যাৎ ৩২ বার ঘুরার ফলে শ্যাফটের ১ ইঞ্চি দৈর্ঘ্য মেশিনিং (Turning) হবে। টুল যখন লম্বায় অর্থ্যাৎ লেদ বেডের সমান্তরালে অগ্রসর (Advance) হতে হতে কাটে তখন তাকে ফীড বলা হয়, লম্বায় ফীড (Longitudinal feed) আর টুল আড়ে বা ক্রমে অগ্রসর হয়ে কাটলে বলা হয় ক্রস ফীড (Cross feed)। লম্বায় ফীডের বেলায় টার্নিং, বোরিং, থ্রেডিং ইত্যাদি অপারেশন আর ক্রস ফিডের বেলায় ফেসিং ও পাটিং অপারেশন সম্পন্ন হয়।






ডেপথ অব কাট (Depth of Cut):

ডেপথ অব কাট হচ্ছে কাটিং টুল কতটা গভীরতা নিয়ে কাটছে তার মাপ লেদ মেশিনে ডেপথ অব কাট যদি ২ মিলিমিটার হয়, তবে এক কার্টিং এ ওয়ার্কের ব্যাস কমবে ৪ মিলি মিটার। এমনিভাবে ৩ ইঞ্চি ব্যাসের একটি ওয়ার্কের উপর একবার টার্নিং করার পর ব্যাস যদি দাঁড়ায় ২৭/৮ ইঞ্চি , অর্থ্যাৎ ব্যাস কমে ১/৮ ইঞ্চি, তবে ঐ ক্ষেত্রে ডেপথ অব কাট ছিল ১/৮ ×২ = ১/১৬ ইঞ্চি। কাটিং স্পীড, ফীড এবং ডেপথ অব কাট সবই নির্ভর করে ওয়ার্ক কত বড়, কি ধাতুর তৈরী, বাহ্যিক অবস্থা (কাষ্টিং, ওয়েল্ডিং, সাধারন) টুল ম্যাটেরিয়াল কি, কেমন মেশিনিং আবশ্যই (রাফিং বা ফিনিশিং) কাটিং ফ্লুইড ব্যবহার করা হচ্ছে কিনা ইত্যাদির উপর।




স্পীড (Speed):

কার্টিং স্পীড (Cutting speed) বলতে বোঝায়, মেশিন টুলের একটি কাটার বা কাটিং টুল প্রতি মিনিটে ওয়ার্ক পিসের কত মিটার দৈর্ঘ্য বা কত ফুট দৈর্ঘ্য কাটে, তার পরিমান। এর একক মিটার/মিনিট Meter per Minute অথবা ফুট/মিনিট Feet per minute




লেদে কাজ করিতে নিরাপত্তা (Safety in Lathe works)

লেদ মেশিনে কাজ করতে নিম্ন লিখিত নিরাপত্তা মূলক ব্যবস্থা সমূহ অবলম্বন করা উচিত।




সাধারন টার্নিং ওয়ার্কের বেলায়:

  • গগলস ব্যবহার করা
  • চলমান বা ঘুর্নায়মান সকল মেশিন পার্টস নিয়মিত ঢেকে রাখা
  • মেশিন ষ্টার্ট করার আগে ঘুরিয়ে দেখা, স্পিন্ডল, বাঁধা মুক্ত ঘোরে কিনা
  • মেশিন বা ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট এবং মাপ জোক করার সময় মেশিন বন্ধ রাখা
  • চিপস পরিষ্কার করতে মেশিন বন্ধ করা ও হাতে না করে ব্রাশ ব্যবহার করা।
  • টুল পোস্টে টুল ফিট করা সময় মেশিন বন্ধ করা
  • মেশিন ওয়েল্ডিং করতে মেশিন বন্ধ করা
  • সঠিক কাটিং টুল ব্যবহার করা
  • স্পিড, ফীড, ডেপথ অব কাট অনুমোদিত মাত্রায় রাখা
  • কাটিং ফ্লুইড বা কুল্যান্ট ব্যবহার করা



দুই সেন্টারে বেঁধে টার্নিং করার কালে:

  • টেইলস্টক ও হেডস্টক স্পিন্ডল ঠিকমতো ক্ল্যাম্প করে কাজ করা। ড্রাইভ প্লেট সাইডে ছোট ও সেফটি ডগ (যে ডগের ক্রু বর্ধিত নয়) ব্যবহার করা।
  • টেইলস্টক সেন্টার লুব্রিকেন্ট করা।
  • ওয়ার্ক এমন ভাবে বাঁধা যেন কাটিং যথাসম্ভব হেডস্টক সাইডের কাছাকাছি হয়।
  • অটোমেটিক বা পাওয়ার ফীড দেবার আগে লক্ষ্য রাখতে হবে যেন সবটুকু দৈর্ঘ্যের টার্নিং সম্পন্ন হতে পারে এবং ক্যারেজ ও ডগের
  • মধ্যে সংঘর্ষ না হয়।


চাকে বেঁধে টার্নিং করা কালে:

  • স্পিন্ডল থেকে চাক খুলতে লাগাতে নিচে বেডের উপর এক খন্ড তক্তা রাখা।
  • চাক স্পিন্ডল এ ঠিকমতো ও শক্ত করে লাগানো।
  • ওয়ার্ক পিস চাকে ঠিক মতো ও শক্ত করে বাঁধা।
  • চাক রেঞ্চ সরিয়ে রাখা।
  • চাক ও ওয়ার্ক হাতে ঘুরিয়ে দেখা যেন ক্যারেজের সাথে না লাগে ও নিরাপদে ঘুরে।
  • টার্নিং আরম্ভ করার আগে দেখে নেওয়া যেন শেষ পর্যায়ে টুল বা টুল হোলডার চাক 'জ' এর সাথে ঘর্ষণ না করে।


ফেস প্লেটে বেঁধে টার্নিং করা কালে:

  • চাক রেঞ্চ সরিয়ে রাখা।
  • ফেস প্লেট লেদ স্পিন্ডল এ শক্ত করে বাঁধা।
  • ফেস প্লেট ওয়ার্ক পিস আটকাতে যথাসম্ভব কম লম্বা বোল্ট ব্যবহার করা।
  • বিকেন্দ্রীক বা অসম ওয়ার্কপিস বাঁধা হলে প্রয়োজনমতো কাউন্টার ওয়েট ব্যবহার করা যেন ওয়ার্কপিস সুষম ঘোরে।
  • মেশিন স্টার্ট করার আগে হাতে ঘুরিয়ে দেখা যেন ফেসপ্লেট বা ওয়ার্ক পিস ক্যারেজ বা
  • কোথাও বাধা প্রাপ্ত না হয়। ঘূর্নায়মান ফেসপ্লেট ও ওয়ার্কাপিসের সরাসরি সামনে না দাঁড়িয়ে খানিকটা পার্শ্বে দাড়িয়ে কাজ করা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ